বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ না করার আহ্বান বিএনপি নেতার

পীরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সাবেক সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ। ছবি: সমকাল
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪ | ০৩:৩১
‘সাংবাদিকদের প্রধান বিবেচ্য বিষয় সত্য প্রকাশ। দেশ ও দেশের মানুষ সুফল পায় যদি সত্যিটা প্রকাশ পায়। নীতিহীন সাংবাদিকতা দেশের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। তাই বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ থেকে বিরত থাকতে হবে।’
বুধবার দুপুরে পীরগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কথাগুলো বলেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ।
জাহিদুর রহমান জাহিদ বলেন, ৪ আগস্ট থেকে দেশের অন্যান্য স্থানের মতো পীরগঞ্জেও বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। বিএনপি নেতাকর্মীরা সাধারণ মানুষকে নিয়ে এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করেছেন। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় নিরলস পরিশ্রম করেছেন তারা। শান্তিশৃঙ্খলা রক্ষায় মহল্লায় মহল্লায় বৈঠক করা হয়েছে। এ কারণেই বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল উপজেলায়) আসনে ঘটেনি। এরপরও একটি জাতীয় পত্রিকায় আমাকে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য পরিবেশন করা হয়েছে। আমি এর প্রতিবাদ জানাচ্ছি।
এ সময় স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, জ্যেষ্ঠ সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন, বুলবুল আহাম্মেদ, বিষ্ণুপদ রায়, মামুনুর রশিদ মিন্টু, দুলাল সরকার, জাকির হোসেন, মুনছুর আহমেদ, বাদল হোসেন, আবু তারেক বাঁধন, নুর নবী রানা, লতিফুর রহমান লিমন, ফাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।