খাটের ওপর পড়ে ছিল মা-ছেলেসহ ৩ লাশ

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: সমকাল
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪ | ১২:০৪ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৪ | ২২:৪২
কুমিল্লার হোমনায় একটি বাড়ি থেকে মা-ছেলেসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতের কোনো এক সময় উপজেলার বড় ঘাগুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন– ওই গ্রামের শাহপরানের স্ত্রী মাহমুদা বেগম (৩৫), তাঁর ছেলে সাহাব উদ্দিন (৯) এবং শাহপরানের ভাগনি তিশা আক্তার (১৪)।
তিশার ছোট বোন মিতা জানায়, দুই বোনের মধ্যে মনোমালিন্য হওয়ায় কয়েকদিন ধরে তিশা রাতে মামির কাছে থাকছিল। তিশা ভোর ৬টার দিকে ঘুম থেকে ওঠে। বৃহস্পতিবার দেরি হচ্ছে দেখে সে মামার বাসায় গিয়ে দেখে দরজা খোলা। খাটের ওপর তিনজন পড়ে আছে। পরে কারও সাড়াশব্দ না পেয়ে বাড়ির অন্যদের ডাকে সে।
স্থানীয়রা জানায়, শাহপরান চাকরি সূত্রে ঢাকায় থাকেন। বুধবার রাতে মাহমুদা ছেলে ও ভাগনিকে নিয়ে ঘুমাতে যান। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাদের হত্যা করে।
শাহপরান বলেন, খবর পেয়ে দুপুরে ঢাকা থেকে বাড়িতে এসেছি। কিছুই বুঝে উঠতে পারছি না। বুধবার মাহমুদা বাবার বাড়ি থেকে এসেছে। আমাদের মধ্যে কোনো মনোমালিন্যও হয়নি। যারা আমার স্ত্রী, সন্তান ও ভাগনিকে হত্যা করেছে, তাদের বিচার চাই।
হোমনা থানার ওসি জয়নাল আবেদীন জানান, মরদেহগুলোর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আর গলায় ওড়না পেঁচানো ছিল। ময়নাতদন্তের জন্য লাশগুলো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লার পুলিশ সুপার আসফিকুজ্জামান আখতার। তদন্তে নেমেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।