স্বেচ্ছাসেবক লীগ নেতার হামলায় মা-ছেলেসহ আহত তিনজন

ফাইল ছবি
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪ | ১৬:০৯
তাহিরপুরে মাতাল হয়ে ঘরে প্রবেশ করে মা-ছেলেসহ তিনজনকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন– ওই গ্রামের বাবুল পালের স্ত্রী কণ্ঠ রানী পাল, ছেলে বিজন পাল ও চন্দন পাল। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রাত সাড়ে ১০টার দিকে ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা এরশাদ মদ খেয়ে মাতাল অবস্থায় একই গ্রামের বিজন পালের বাড়িতে গিয়ে দরজায় ধাক্কাধাক্কি করে। বাড়িতে বিজন পালের স্ত্রী ও বৃদ্ধ মা ছিলেন। পুরুষ মানুষ না থাকায় তারা দরজা খোলেননি। এতে ক্ষিপ্ত হয়ে লাথি মেরে দরজা ভেঙে ফেলে এরশাদ। এরপর জোর করে ঘরে প্রবেশ করে আসবাব ভাঙচুর ও বিজন পালের বৃদ্ধা মাকে মারধর করে। খবর পেয়ে বিজন ও তাঁর ভাই চন্দন পাল এরশাদের বাড়িতে তাঁর বাবার কাছে বিচার চাইতে যান। পথে ওত পেতে থাকা এরশাদ ও তার ভাই-ভাতিজারা তাদের বেধড়ক পেটায়। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শুক্রবার সকালে টেকেরঘাট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির দাশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত এরশাদের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও সাড়া মেলেনি।
টেকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবির দাশ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত এরশাদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।