অগ্নিসংযোগ লুটপাটের অভিযোগ
নাজিরপুরে ১০ বছর পর আ’লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ছবি- সংগৃহীত
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:১৭
পিরোজপুরের নাজিরপুরে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে ঘটনার ১০ বছর পর স্থানীয় আওয়ামী লীগের ১০১ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। এতে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন খানসহ ৫১ জনের নাম উল্লেখ করা হয়।
২ সেপ্টেম্বর উপজেলার সদর ইউনিয়নের কলাতলা গ্রামের স্থানীয় বিএনপি কর্মী আনিচ শেখ এ মামলা করেন। মামলার বিষয়টি বৃহস্পতিবার রাতে জানাজানি হয়।
মামলায় অভিযোগ করা হয়, রাজনৈতিক প্রতিহিংসার জেরে ২০১৪ সালের ৭ অক্টোবর রাতে আসামিরা আনিচ শেখের বসতঘরে আগুন দেয়। এ সময় ঘর থেকে নগদ টাকাসহ ৮ লাখ ৩৫ হাজার টাকার মালপত্র লুট করে নেয় তারা। ওই সময় আনিচ মামলা করতে চাইলেও আওয়ামী লীগ নেতাদের প্রভাবে মামলা করতে পারেননি।
নাজিরপুর থানার ওসি শাহ আলম হাওলাদার বলেন, বিষয়টি তদন্ত করে আসামিদের গ্রেপ্তার করা হবে।
- বিষয় :
- পিরোজপুর
- নাজিরপুর
- আওয়ামী লীগ
- মামলা