ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নেসকোতে চাকরি স্থায়ীকরণের দাবি

নেসকোতে চাকরি স্থায়ীকরণের দাবি

আউটসোর্সিং পদ্ধতি বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবিতে নগরীর রেলগেট এলাকায় মানববন্ধন

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪ | ২০:২৭

মানববন্ধন করে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসির (নেসকো) আউটসোর্সিং পদ্ধতি বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবি জানানো হয়েছে। সোমবার দুপুরে রাজশাহী নগরীর রেলগেট এলাকায় এ কর্মসূচি পালন করেন নেসকো আউটসোর্সিং বৈষম্যবিরোধী কর্মচারীরা।

কর্মসূচিতে বক্তারা বলেন, রাজশাহী ও রংপুর জোনের বিভিন্ন নেসকো কোম্পানিতে কম্পিউটার/বিলিং সেন্টারে দীর্ঘদিন ধরে অস্থায়ী ভিত্তিতে আউটসোর্সিং পদ্ধতির মাধ্যমে ১১৬ জন কর্মরত রয়েছেন। অস্থায়ীভাবে কর্মরত অনেকেরই সরকারি চাকরির বয়স শেষ হয়ে যাওয়ায় তারা সামনে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছেন। আউটসোর্সিং পদ্ধতির সব কর্মচারীকে রাজস্ব খাতে স্থানান্তরের জন্য প্রধান প্রকৌশলী বরাবর বেশ কয়েকবার স্মারকলিপি দেওয়া হয়েছে। নেসকো কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও তেমন কোনো দৃশ্যমান কার্যক্রম পরিলক্ষিত হয়নি। চাকরি রাজস্ব খাতে স্থায়ীকরণের দাবি না মানা পর্যন্ত আউটসোর্সিংয়ে কর্মরত সব কর্মচারী নিজ নিজ দপ্তরে কর্মবিরতি পালন করবেন।

এ সময় উপস্থিত ছিলেন নেসকো আউটসোর্সিং বৈষম্যবিরোধী কর্মচারীদের সমন্বয়ক আলী হাসান নয়ন, কামরুল ইসলাম, মিথিলা আক্তার, মুকুল ইসলাম, মনজুরুল করিম মুন্না প্রমুখ।

আরও পড়ুন

×