হাতাহাতি
বরিশালে বাস চলাচল বন্ধ

বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে বাস শ্রমিকরা (ছবি- সংগৃহীত)
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:৪১ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:৪২
টেম্পো ও বাস শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে বরিশালে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার দুপুরে টার্মিনাল এলাকায় যাত্রী তোলা নিয়ে শ্রমিকদের দু’পক্ষের মধ্যে হাতাহাতির পর বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। সন্ধ্যা পর্যন্ত এ সমস্যা সমাধানে কোনো পক্ষ উদ্যোগ নেয়নি। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
জেলা বাস মালিক গ্রুপের সভাপতি ইউনুস মিয়া জানান, স্মৃতি পরিবহন নামে একটি বাস স্বরূপকাঠি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এ সময় একটি টেম্পো এসে যাত্রী তোলা শুরু করে। বাস শ্রমিকরা বাধা দিলে স্মৃতি পরিবহনের হেলপার ফয়সালকে ধাক্কা দেয় টেম্পো শ্রমিকরা।
এ নিয়ে দুই দল শ্রমিকের মধ্যে টার্মিনালে উত্তেজনা দেখা দেয়। মহাসড়কে টেম্পো চলাচল বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য দুপুর দেড়টা থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেন। একই তথ্য জানিয়েছেন বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
টেম্পো শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক আল আমিন আকন বলেন, বাস টার্মিনাল থেকে টেম্পোতে উঠেছিলেন কয়েক শিক্ষার্থী। বাস শ্রমিকরা বাধা দেওয়ায় শিক্ষার্থীদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। তখন বাস শ্রমিক ফয়সাল সামান্য আহত হন। এটিকে অজুহাত ধরে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
- বিষয় :
- বরিশাল
- বাস চলাচল বন্ধ