সড়কে পাশে পড়ে ছিল যুবকের রক্তাক্ত মরদেহ

ফাইল ছবি
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪ | ২১:০১
সন্ধ্যার পর থেকে পাওয়া যাচ্ছিল না মিঠাপুকুরের মোক্তারুল ইসলাম ওরফে ভোদলকে। বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়। না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন স্বজনরা। থানা থেকে ফেরার পথে রাতে বলদীপুকুর বাসস্ট্যান্ডসংলগ্ন পল্লী বিদ্যুৎ এলাকায় ভোদলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
মোটরসাইকেল ছিনিয়ে নিতেই তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে এমন দাবি স্বজনদের। মঙ্গলবার এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। মোক্তারুল ইসলাম ওরফে ভোদল পায়রাবন্দ ইউনিয়নের অভিরাম নুরপুর গ্রামের চার্জার ভ্যানচালক রফিকুল ইসলামের ছেলে।
স্বজনরা জানান, সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে বলদীপুকুর বাসস্ট্যান্ড থেকে জায়গীর বাসস্ট্যান্ডের উদ্দেশে বের হন ভোদল। রাত গভীর হলেও ফিরে না আসায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে একাধিকবার মোবাইল ফোনে কল দেন। ফোন বাজলেও সাড়া মেলেনি। এরপর বিভিন্ন স্থানে তাঁর খোঁজ করা হয়। না পেয়ে রাতেই মিঠাপুকুর থানায় সাধারণ ডায়েরি করা হয়। থানা থেকে ফেরার পথে পল্লী বিদ্যুৎ এলাকায় রাস্তার পাশে মোক্তারুলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পাশেই তাঁর ফোন পড়ে ছিল।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শিগগিরই হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
- বিষয় :
- মরদেহ উদ্ধার
- রংপুর
- মিঠাপুকুর