আবু সাঈদ হত্যা
রিমান্ড শেষে কারাগারে দুই পুলিশ সদস্য

আবু সাঈদ
রংপুর অফিস
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪ | ২১:৫৭
কোটা সংস্কার আন্দোলনে রংপুরে নিহত আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার দুই পুলিশ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। চার দিনের রিমান্ডে নেওয়া হলেও তিনদিনের মাথায় বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে তাদের মঙ্গলবার গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানান, একজনের কার্ডিয়াক সমস্যাসহ দু’জনই অসুস্থ বোধ করায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আসামিরা হলেন তাজহাট মেট্রোপলিটন থানার এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। এর আগে ৩ আগস্ট তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
- বিষয় :
- পিবিআই
- আবু সাঈদ
- হত্যা মামলা