মুগ্ধর নামে স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো

উল্লাপাড়া পৌর শহরের বিল সূর্য নদীর সংযোগ খালের ওপর মীর মাহফুজুর রহমান মুগ্ধর নামে স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪ | ২০:৫১
উল্লাপাড়া পৌর শহরের বিল সূর্য নদীর সংযোগ খালের ওপর স্বেচ্ছাশ্রমে বাঁশের সেতু তৈরি করা হয়েছে। এর নাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধর নামে রাখা হয়েছে। ‘মীর মুগ্ধ’ সেতুটি নির্মাণ করেছেন পৌরসভার ঘোষগাঁতী ও ঝিকিড়া এবং পাশের রামকান্তপুর ও চর সাতবাড়িয়ার গ্রামের বাসিন্দারা। এতে এলাকার শিক্ষার্থীরা সহযোগিতা করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরবাসীর যাতায়াতের সুবিধার জন্য ২০০১ সালে এ খালের ওপর পাকা সেতু নির্মাণ করা হয়। এর ওপর দিয়ে শহরের পূর্বাঞ্চল এবং পার্শ্ববর্তী রামকান্তপুর, চর সাতবাড়িয়া, বেতবাড়ী, পূর্ব সাতবাড়িয়া ও বেতকান্দি গ্রামের লোকজন যাতায়াত করত। তবে ছয়-সাত বছর আগে সেতুটি আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি তানভীর ইমাম রাজনৈতিক প্রতিহিংসার কারণে পৌর মেয়রের মাধ্যমে ভেঙে দেন।
এতে দুর্ভোগে পড়েন এলাকার মানুষ। এলাকার শিক্ষার্থীদের প্রায় দেড় কিলোমিটার পথ ঘুরে উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুল, মার্চেন্টস পাইল্ট সরকারি উচ্চ বিদ্যালয়, মোমেনা আলী বিজ্ঞান স্কুল, বিজ্ঞান কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে হতো।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হেলাল সরকার অভিযোগ করে বলেন, গ্রামগুলো বিএনপি অধ্যুষিত হিসেবে পরিচিত থাকায় সাবেক এমপি রাজনৈতিক প্রতিহিংসার কারণে পৌরসভাকে সেতুটি ভেঙে ফেলার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে সাবেক পৌর মেয়র এস এম নজরুল ইসলাম সেটি ভেঙে দেন। এতে সাধারণ মানুষ যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছিল। তিনি আগের মতো পাকা সেতু নির্মাণের দাবি জানান।
সানফ্লাওয়ার স্কুলের শিক্ষক জহুরুল ইসলাম বলেন, পৌরসভার মধ্য দিয়ে যাওয়া বিল সূর্য নদীর সংযোগ খালের ওপর নির্মিত সেতু দিয়ে তাদের স্কুলের দুই শতাধিক শিক্ষার্থী যাতায়াত করত। এটি ভেঙে দেওয়ায় শিক্ষার্থীদের অনেক পথ ঘুরে স্কুলে আসতে হয়। স্কুলটির শিক্ষার্থী ঘোষগাঁতী মহল্লার জান্নাতুল ফারিহা, সালমীর খান, নবনীতা ও বাঁধন কুণ্ডুর ভাষ্য, সেতু না থাকায় খাল পার হতে তাদের দেড় কিলোমিটার পথ ঘুরে পৌর মুক্তমঞ্চের পাশের ওভারব্রিজ হয়ে আসতে হয়। বাঁশের সেতু নির্মাণ করায় তাদের আসা সহজ হয়েছে।
- বিষয় :
- বাঁশের সাঁকো
- স্বেচ্ছাশ্রম
- উল্লাপাড়া