হাত-পা-মুখ বাঁধা স্কুলছাত্র উদ্ধার

ছবি গুগল ম্যাপ থেকে নেওয়া
গাইবান্ধা সংবাদদাতা
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪ | ০৩:৫৪
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় অপহরণের পর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক স্কুলছাত্রকে (১২) উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার চর কালাসোনা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি রাজিফুজ্জামান বসুনিয়া।
উদ্ধার হওয়া ছাত্র প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। তার পরিবারের সদস্যরা জানান, বুধবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সে। এরপর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া শুরু করেন। রাত ৯টার দিকে তারা জানতে পারেন, চর কালাসোনার নদীর তীরে হাত-পা ও মুখ গামছা দিয়ে বাঁধা অবস্থায় তাকে গ্রামের চৌকিদার ও স্থানীয়রা উদ্ধার করেছেন।
খবর পেয়ে পুলিশ তাকে চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠায়। বর্তমানে সেখানে সে চিকিৎসাধীন রয়েছে। তাদের দাবি, প্রতিপক্ষের লোকজন তাকে হত্যার উদ্দশ্যে অপহরণ করেছিল।
ফুলছড়ি থানার ওসি রাজিফুজ্জামান বসুনিয়া বলেন, তিন বছর আগে লাল মিয়া নামে এক ইউপি সদস্যকে হত্যা করা হয়। উদ্ধার হওয়া কিশোর তাঁর নাতি। ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের কারণে এ ঘটনা ঘটতে পারে। থানায় পাঁচজনকে আসামি করে মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে আসামিদের গ্রেপ্তার করা হবে।
- বিষয় :
- গাইবান্ধা
- স্কুলছাত্র