ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পৃথক স্থানে অর্ধগলিত ও ঝুলন্ত লাশ উদ্ধার

পৃথক স্থানে অর্ধগলিত ও ঝুলন্ত লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

শেরপুর ও বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ১০:২৭

কুমিল্লার তিতাসে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার উপজেলার জিয়ারকান্দি গ্রামের পূর্বপাড়ায় পরিত্যক্ত মাছের প্রজেক্টে কচুরিপানার মধ্যে লাশটি পাওয়া যায়। একই দিন শেরপুরের শ্রীবরদীতে শ্বশুরবাড়ির একটি গাছে ঝুলন্ত অবস্থায় হাবিবুল্লাহ (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।


তিতাসের ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গৌরীপুর-হোমনা সড়ক থেকে জিয়ারকান্দি হয়ে গোপালপুর একটি রাস্তা গেছে। সেখান থেকে জিয়ারকান্দি পূর্বপাড়া যাওয়ার আরেকটি কাঁচা রাস্তার পাশে পরিত্যক্ত মাছের প্রজেক্ট। রাস্তা থেকে ২০-২২ হাত দূরে কচুরিপানার মধ্যে হাড় বের হওয়া অর্ধগলিত লাশ দেখতে উৎসুক জনতা ভিড় করেছে।  
স্থানীয় ইউপি সদস্য মো. বিল্লাল মোল্লা বলেন, লাশের গন্ধ বাতাসে ভেসে আসায় স্থানীয় লোকজন তাঁকে বিষয়টি জানান। তিনি পুলিশে খবর দিয়েছেন। তিতাস থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন, তিনিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যান। অন্যত্র হত্যা করে লাশটি ফেলে রেখে যেতে পারে। কচুরিপানায় ভর্তি থাকায় উদ্ধারকাজে ব্যাঘাত ঘটছে।


শ্রীবরদীতে শ্বশুরবাড়ির গাছের ডালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া নিহত হাবিবুল্লাহ বকশীগঞ্জ উপজেলার টিকরকান্দি মাস্টারবাড়ি গ্রামের শরাফত আলীর ছেলে। গতকাল বুধবার উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের উত্তর খোশালপুর গ্রামে লাশটি পাওয়া যায়। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ বছর আগে উত্তর খোশালপুর গ্রামের মিরজত আলীর মেয়ে বিনু বালাকে বিয়ে করে শ্বশুরবাড়িতেই থাকতেন। রাজমিস্ত্রির কাজ করে সংসার চালানো হাবিবুল্লাহ সম্প্রতি কিছু টাকা ধারদেনা করেন। এ নিয়ে স্ত্রীসহ স্বজনদের সঙ্গে তাঁর সম্পর্কের চরম অবনতি ঘটে। বুধবার ভোরে বাড়ির পাশে আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত হাবিবুল্লাহর স্ত্রী বিনু বালা বলেন, কিছুদিন ধরে তাদের সংসারে অভাব-অনটন ছিল। তবে কেন আত্মহত্যা করেছেন, তা তিনি বুঝতে পারছেন না।

শ্রীবরদী থানার ওসি মো. আনোয়ার জাহিদ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন

×