শৈলকুপায় শিক্ষার্থী হত্যার ঘটনায় গৃহবধূ আটক

ছবি-সংগৃহীত
শৈলকুপা (ঝিনইদহ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ১২:০১ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ১২:২৫
ঝিনাইদহের শৈলকুপায় আইরিন আক্তার তিথি হত্যার ঘটনায় ডলি খাতুন নামে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থেকে তাঁকে আটক করে শৈলকুপা থানা পুলিশ। ডলি খাতুন দুধসর গ্রামের বাবলু মিয়ার স্ত্রী ও নিহত তিথির প্রতিবেশী।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ৮টার দিকে তিথির ফোনে একটি কল এলে সে ঘর থেকে বাইরে বের হয়ে আর ফেরেননি। পরে খোঁজাখুঁজি করে তার সন্ধান পাননি স্বজনরা। এ ঘটনায় তিথির বাবা রোববার সকালে শৈলকুপা থানায় একটি জিডি দায়ের করেন। একই দিন বিকেলে এলাকার একটি মেহগনি বাগানের পাশে তিথির অর্ধগলিত মরদেহ মেলে।
তিথি ১৪ নম্বর দুধসর ইউনিয়নের দুধসর গ্রামের আশরাফ হোসেনের মেয়ে ও রাবেয়া খাতুন গার্লস স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।