ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সেই বরপক্ষকে পাঁচ লাখ টাকা জরিমানা

বিয়ের আসর থেকে খাওয়া শেষে চলে যাওয়ার অভিযোগ

সেই বরপক্ষকে পাঁচ লাখ টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ২২:৩৪

নরসিংদীর শিবপুরে বিয়েবাড়ি থেকে খাওয়া শেষে চলে যাওয়ায় বরপক্ষকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এক সালিশে তাদের এ জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার আয়ুবপুর ইউনিয়নের ঘাসিরদিয়া গ্রামের আলতাব হোসেন সরকারের ছেলে সাব্বির হোসেন সরকারের (৩০) সঙ্গে সাধারচর ইউনিয়নের কালুয়ারকান্দা গ্রামের এক তরুণীর বিয়ে ঠিক হয়। ২০ সেপ্টেম্বর কনেবাড়িতে ১৭৫ জন আত্মীয়স্বজন নিয়ে আসেন বর সাব্বির। কনের মা সেলিনা বেগমের ভাষ্য, খাওয়া-দাওয়া শেষে কাবিননামায় সইয়ের প্রস্তুতিকালে বরের বড় বোন সাবিনা ও ছোট বোন নিপা অভিযোগ করেন, ‘কনের আগে বিয়ে হয়েছে, দুই বাচ্চা রয়েছে– এই বিয়ে হবে না।’

সেলিনা বলেন, তাঁর মেয়ের আগে বিয়ে হয়েছে– এ তথ্য বরপক্ষ আগেই জানত। কিন্তু দুই বাচ্চা রয়েছে– এমন মিথ্যা অভিযোগ তুলে তারা বিয়ে বন্ধ করে বরকে নিয়ে চলে যায়। বিয়ে উপলক্ষে খাওয়া-দাওয়া ও ডেকোরেশন বাবদ তাদের আড়াই লাখ টাকা খরচ হয়। ঘটনার পর বরের বাড়ির এলাকার আয়ুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান সরকারের কাছে বিষয়টি জানালেও তিনি ব্যবস্থা নেননি।

বর সাব্বিরের বড় বোন সাবিনা বলেন, ‘কনের আগে বিয়ে হয়েছে, বাচ্চা আছে– এটা জানতাম না। বিয়ের দিন কনের প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারি।’

আয়ুবপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান সরকার বলেন, ‘আমি বরপক্ষের লোকজনকে মীমাংসা করতে বলেছিলাম। তারা আসেননি। শিবপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কাছে কনের মা অভিযোগ করেন। তারা বাড়িতে গিয়ে বর ও বরের বাবাকে না পেয়ে থানায় ফোন দেয়। পুলিশ বরের মামাকে থানায় নিয়ে যায়। রোববার দুই পক্ষের উপস্থিতিতে ইউএনও অফিসে মীমাংসা হয়েছে।’

প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্টজনের উপস্থিতিতে বিষয়টি মীমাংসার তথ্য নিশ্চিত করেন শিবপুরের সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার। তিনি বলেন, উভয় পক্ষের বক্তব্যে বর দোষী প্রমাণিত হওয়ায় তাঁকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

×