ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বিএনপি নেতা হাবিব বললেন

শেখ হাসিনার গাড়িবহরে হামলায় জড়িত ছিলাম না

শেখ হাসিনার গাড়িবহরে হামলায় জড়িত ছিলাম না

‘দায় যার জবাব তার’ শীর্ষক অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা প্রতিনিধি 

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪ | ২০:০৬ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৪ | ২০:১০

সাতক্ষীরায় ২০০২ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন। তিনি বলেন, ‘যে মাফুজাকে ধর্ষণের ঘটনায় তাঁকে দেখতে শেখ হাসিনা সাতক্ষীরায় এসেছিলেন, সে ঘটনার বিচার তিনি করেননি। উল্টো আমার বিরুদ্ধে মামলা দিয়ে বিচার বিভাগকে প্রভাবিত করে আমাকে ৭০ বছরের কারাদণ্ড দিয়েছেন। কিন্তু ওইদিন আমি সাতক্ষীরাতেই ছিলাম না, ঢাকায় ছিলাম।’ 

বৃহস্পতিবার সাতক্ষীরা পাবলিক লাইব্রেরিতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র আয়োজিত ‘দায় যার জবাব তার’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে হাবিবুল ইসলাম এসব কথা বলেন।  

২০০৮ সালের নির্বাচনে পরাজয়ের কারণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে হাবিব বলেন, ‘২০০৮ সালের নির্বাচন ছিল সেনা সমর্থিত সরকারের পাতানো নির্বাচন। খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে ব্যর্থ হয়ে পূর্বপরিকল্পিত নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনে তৎকালীন সেনা সমর্থিত সরকার।’ 

সাতক্ষীরা জেলা বিএনপির গ্রুপিং ও  মৎস্যজীবী দলের নেতা আমান হত্যা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি সাবেক ভিপি আমানুল্লাহ আমান হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চাই। একইসঙ্গে পূর্বে ঘটে যাওয়া কোনো ঘটনায় সাংবাদিকদের না জড়ানোর বিষয়ে তার প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি। 
 

আরও পড়ুন

×