ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বাবা হত্যার মামলা করে জীবনের ঝুঁকিতে মেয়ে

বাবা হত্যার মামলা করে জীবনের ঝুঁকিতে মেয়ে

ছবি: সমকাল

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪ | ০২:৪৪ | আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ | ০৬:৫৫

সাতক্ষীরার শ্যামনগরের পল্লিচিকিৎসক শেখ আব্দুল আজিজ হত্যার মামলা করায় তাঁর মেয়েকে প্রাণনাশের হুমকি দিচ্ছে আসামিরা। শনিবার সকালে শ্যামনগর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন মামলার বাদী আজিমুন নাহার কুইন। তিনি জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরিও করেছেন। 

আজমুন নাহার বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে ২৯ সেপ্টেম্বর তাঁর বাবা শেখ আব্দুল আজিজকে পিটিয়ে হত্যা করে তাঁর দুই চাচা ও তিন চাচাতো ভাই। এ ঘটনায় সেদিন রাতেই হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে তিনি শ্যামনগর থানায় হত্যা মামলা করেন। পুলিশ ২ অক্টোবর প্রধান আসামি আব্দুর রশিদকে গ্রেপ্তার করে। তবে অন্যতম অভিযুক্ত ছোট চাচা আব্দুল হাকিম অজ্ঞাতস্থান থেকে মোবাইল ফোনে কল করে মামলা প্রত্যাহারে চাপ দিচ্ছে। 

হত্যাকাণ্ডের পর আজমুন নাহার একমাত্র মেয়ে সাদিয়া শাহরীণ শেফা ও বিধবা মাকে নিয়ে বাবার বাড়িতেই অবস্থান করছেন। কিন্তু একটি নম্বর থেকে বার বার কল দিয়ে মামলা প্রত্যাহার না করলে তাঁকে অপহরণ করে হত্যা ও গুমের হুমকি দেওয়া হচ্ছে। এ অবস্থায় তাদের জীবনের নিরাপত্তা নিয়ে ঝুঁকিতে আছেন। 

এ বিষয়ে বক্তব্য জানতে আব্দুল হাকিমের মোবাইল ফোন কল দিয়েও সংযোগ পাওয়া যায়নি। যে নম্বর থেকে কল দিয়ে হুমকি দেওয়া হয়েছিল, সেটিতে কল দিলে জিয়াউর রহমান নামের এক ব্যক্তি বলেন, দুই দিন আগে তাঁর ফোন থেকে আব্দুল হাকিম কোথাও কথা বলেছিলেন।

শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, হত্যা মামলার বাদীকে হুমকির অভিযোগে একটি ডিজি পেয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন তারা।

আরও পড়ুন

×