ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ডোবার পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

ডোবার পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

ছবি: প্রতীকী

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪ | ২০:০৯

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ডোবার পানিতে ডুবে রাফিয়াত (৪) ও সাফা (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার উপজেলার কুশারীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।

নিহত শিশু রাফিয়াত কুশারীগাঁও গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। আর দেলোয়ারের ছোট ভাই সুমনের মেয়ে সাফা। 

পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা বলছেন, শনিবার সকালে দুই ভাইবোন বাড়ির উঠানে খেলছিল। এ সময় সবার অগোচরে বাড়ির পাশে ডোবায় পড়ে যায়।

সকাল ১০টার দিকে তাদের খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। কিছুক্ষণ পর এলাকার লোকজন ডোবার পানিতে তাদের মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেন স্বজনরা। পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×