ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সোনামসজিদ স্থলবন্দর

ভারতে ইলিশ পাচারের চেষ্টা, ট্রাকসহ ভারতীয় নাগরিক আটক

ভারতে ইলিশ পাচারের চেষ্টা, ট্রাকসহ ভারতীয় নাগরিক আটক

ছবি: সমকাল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪ | ১৫:৪২ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৪ | ১৬:০৯

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ পাচারের সময় এক ভারতীয় ট্রাকচালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১৭ কেজি ৬০০ গ্রাম ইলিশ ও ভারতীয় ট্রাক জব্দ করা হয়। আজ সোমবার সোনামসজিদ স্থল বন্দর থেকে ইলিশ জব্দ করা হয়।

আটক ব্যক্তি ভারতের মালদা জেলার কাঞ্চান্টার টিয়াকাঠি গ্রামের রনজিৎ মণ্ডলের ছেলে অলক মণ্ডল (২২)।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায়, সোমবার ভারতীয় কোনো ট্রাকে সোনামসজিদের জিরো পয়েন্ট দিয়ে ইলিশ পাচারের সম্ভাবনা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে সোনামসজিদ সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা ভারতগামী খালি ট্রাকগুলোতে তল্লাশি চালায়। একপর্যায়ে ভারতগামী ট্রাক থেকে ১৭ কেজি ৬০০ গ্রাম ইলিশ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক ভারতীয় ট্রাকচালক অলককে শিবগঞ্জ থানায় মামলায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×