সাভারে বিপুল পরিমাণ মদ ও ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ৩

ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪ | ০৬:৩১
সাভারে ৭৫০ কার্টন বোতলজাতকৃত দেশীয় মদ ও ৩৫০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারি আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় মাদক বহনকারী একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।
সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকা থেকে র্যাব অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো আবদীন আলী (৫৮), বিশু রহমান (৩৭) ও আলিম (২১)। সোমবার রাতেই এদেরকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের আমিনবাজার এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান যাবে বলে র্যাবের কাছে খবর আসে। তখন র্যাব-৩ এর একটি আভিযানিক দল সকাল ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজারে অভিযান চালায়। এ সময় বড় একটি কাভার্ড ভ্যানের ভেতরে লুকানো অবস্থায় আনুমানিক ৭৫০ কার্টন ও ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
র্যাব-৩, সিপিএসসি ডিএডি মাহবুব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি অভিযানিক দল চুয়াডাঙ্গা জেলার দর্শনা থেকে মাদক নিয়ে রাজধানীতে প্রবেশের খবরে আসে। সে সময় অভিযান চালিয়ে আনুমানিক ৭৫০ কার্টন দেশীয় বোতলকৃত মদ ও ৩৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। রাতে জব্দকৃত মালামাল ও আটকৃতদের সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র্যাবের ওই কর্মকর্তা। উদ্ধারকৃত মাদকের মূল্য আনুমানিক মূল্য ৫ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে বলে তিনি জানান।
- বিষয় :
- মাদক
- মাদক উদ্ধার অভিযান