ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

৮ম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ: অপহরণকারী গ্রেপ্তার

৮ম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ: অপহরণকারী গ্রেপ্তার

ছবি: অপহরণকারী ফারদিন হাওলাদার

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪ | ১৩:৫১ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৪ | ১৪:৪৮

ঢাকার মিরপুর থেকে অপহৃত ৮ম শ্রেণির স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে অপহরণকারী হাওলাদারকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাত ৮টায় পিরোজপুর সদর উপজেলার হুলারহাট বন্দর থেকে অপহরণকারী ফারদিনকে গ্রেপ্তার করা হয়। অপহরণকারী ফারদিন হাওলাদার পিরোজপুর সদর উপজেলার ওদনকাঠী গ্রামের ওয়ারেস হাওলাদেরর ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খাঁন জানান, গত ২ সেপ্টেম্বর পিরোজপুর সদর উপজেলার তেজদাসকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রীকে ঢাকার মিরপুরে  মায়ের বাসা থেকে অপহরণ করা হয়। এ ঘটনায় মেয়ের মা ফারজানা ইসলাম ঢাকা থেকে পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে এসে অভিযোগ দিলে পুলিশ ও ডিবির যৌথ অভিযান ও তথ্য প্রযুক্তির মাধ্যমে সোমবার রাতে পিরোজপুরের হুলারহাট থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয় এবং অপহরণকারী আসামীকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, উদ্ধারকৃত স্কুলছাত্রী ও আসামীকে আদালতে প্রেরণ করা হবে।
 

আরও পড়ুন

×