ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মারা গেল রেলের ধাক্কায় আহত সেই হাতিটি

মারা গেল রেলের ধাক্কায় আহত সেই হাতিটি

ছবি: সমকাল

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪ | ১৯:০৭

চট্টগ্রামের চুনতি অভয়ারণ্যের রেলের ধাক্কায় গুরুতর আহত হাতিটি মারা গেছে। আহত হওয়ার একদিন পর চট্টগ্রামের ডুলাহাজারা সাফারি পার্কের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে হাতিটি মারা যায়।

জানা গেছে, রোববার রাতে রেললাইন অতিক্রম করার সময় রেলের ধাক্কা মারাত্মকভাবে আহত হয় হাতিটি। পরে চট্টগ্রাম বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের সহায়তায় ডুলাহাজারা সাফারি পার্কের হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়।

মেরুদণ্ড, মাথা ও পায়ে মারাত্মক আঘাতজনিত কারণে মারা যায় বলে দাবি করেছেন সাফারি পার্কের চিকিৎসক জুলকার নাইন। পরে ময়নাতদন্তের পর হাতিটি পুতে পেলা হবে বলে জানান।

আরও পড়ুন

×