ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

চট্টগ্রামে জেলা ও মহানগর পিপিসহ ৩৫১ আইন কর্মকর্তা নিয়োগ

চট্টগ্রামে জেলা ও মহানগর পিপিসহ ৩৫১ আইন কর্মকর্তা নিয়োগ

ম্যাপ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪ | ১৮:১২ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ | ১৮:১৩

চট্টগ্রামে জেলা ও মহানগর পাবলিক প্রসিকিউটরসহ (পিপি) নতুন ৩৫১ আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১৬ অক্টোবর) রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে এ সম্পর্কিত দুটি নিয়োগ আদেশ জারি করা হয়। 

চট্টগ্রাম মহানগর পিপি পদে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মফিজুল হক ভুইয়া ও জেলা পিপি পদে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাককে নিয়োগ দেওয়া হয়েছে। এর বাইরে অন্যদের অতিরিক্ত মহানগর পিপি ও অতিরিক্ত জেলা পিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত নিয়োগ আদেশে বলা হয়, চট্টগ্রাম জেলার জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত এবং এদের অধীন আদালত, বিভাগীয় বিশেষ জজ আদালত এবং বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনালে আগে নিয়োগ করা সব আইন কর্মকর্তার নিয়োগাদেশ বাতিল করা হয়েছে। তাদের নিজ নিজ পদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও সততা সম্পর্কে নিজ নিজ জেলার জেলা ও দায়রা জজ ও জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে নতুন আইজীবীদের নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×