ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রাস্তার পাশে জঙ্গলে পড়ে ছিল বৃদ্ধ কৃষকের মরদেহ

রাস্তার পাশে জঙ্গলে পড়ে ছিল বৃদ্ধ কৃষকের মরদেহ

প্রতীকী ছবি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪ | ১৯:২৭

ভালুকায় দুলাল মণ্ডল (৬০) নামে এক বৃদ্ধ কৃষকের মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। উপজেলার রাজৈ ইউনিয়নের সোহাল গ্রামের গ্রাম্য রাস্তার পাশে একটি জঙ্গল থেকে রোববার সকালে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুলাল মণ্ডল উপজেলার রাজৈ ইউনিয়নের সোহাল গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

জানা যায়, শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ঔষধ কেনার জন্য দুলাল বাড়ির কাছেই বোর্ড বাজারে যায়, রাত গভীর হওয়ার পরও বাসায় না ফিরলে আত্মীয়-স্বজনরা খোঁজাখুঁজি করতে গিয়ে তাকে মৃত অবস্থায় রাস্তার পাশে দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। মরদেহের গায়ে আঘাতের চিহ্ন থাকায় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শামসুল হুদা জানান, ময়নাতদন্তের রিপোট পাওয়ার পর ঘটনা সর্ম্পকে বিস্তারিত বলা যাবে। এ বিষয়ে মডেল থানায় একটি ইউডি মামলা হয়েছে।

আরও পড়ুন

×