রোববার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ফাইল ছবি
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪ | ০০:১২
ভারতের পেট্রোপল আধুনিক প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করবেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ উপলক্ষে রোববার বেনাপোল পেট্রোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে পণ্য লোড-আনলোড ও কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক থাকবে। পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহ প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধনের জন্য রোববার পেট্রাপোল বন্দরে আসবেন। এজন্য বেনাপোল পেট্রোল বন্দরে এ দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। পর দিন সোমবার থেকে আমদানি-রপ্তানি আবার শুরু হবে।
বেনাপোল স্থল বন্দরের পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদারও এ তথ্য নিশ্চিত করেছেন।
- বিষয় :
- যশোর
- বেনাপোল বন্দর
- ভারত
- অমিত শাহ