ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ

ফাইল ছবি

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪ | ১৯:৪১

পরিবহন শ্রমিকদের মারধরের ঘটনায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার রাজশাহীর পরিবহন শ্রমিকরা শিরোইল টার্মিনাল এলাকায় অবস্থান নিয়ে বাস চলাচল বন্ধ করে দেন। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। সন্ধ্যা পর্যন্ত এ রুটে কোনো বাস চলেনি। ঢাকার কোনো বাসও চাঁপাইনবাবগঞ্জে ঢুকতে দেওয়া হয়নি।

যাত্রীরা বলছেন, প্রতিদিন এ রুটের বাসের ওপর তাদের নির্ভর করতে হয়। বিকল্প যানবাহনে যেতে সময় ও অতিরিক্ত অর্থ নষ্ট হচ্ছে। শ্রমিকদের অভিযোগ, সোমবার সকালে আল-মাহি পরিবহনের চালক সাঈদ হাসান চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের হাতে মারধরের শিকার হন। তিনি ফিরে এসে ঘটনার কথা জানান।

সাঈদ হাসান বলেন, শনিবার রাতে রাজশাহীর বাস শ্রমিকদের মারধর করা হলে রোববার বিষয়টি মীমাংসার জন্য দু’পক্ষের মধ্যে আলোচনা হয়। চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকরা আশ্বাস দিয়েছিলেন, এমন ঘটনা আর ঘটবে না; স্বাভাবিকভাবে বাস চলাচল করবে। তবে সোমবার তাঁর সহকর্মীরা চাঁপাইনবাবগঞ্জে গেলে তিনজনকে মারধর করা হয়। এর প্রতিবাদে বাস চলাচল বন্ধ রয়েছে।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, সমস্যা সমাধানের জন্য রোববার চাঁপাইনবাবগঞ্জে বৈঠক হলেও সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। সমস্যা সমাধানে কী করা যায়, তা নিয়ে আলোচনা চলছে।

রাজশাহীর শ্রমিকদের অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনার বিষয়টি জটিল করছেন। তাঁর ইন্ধনে রাজশাহীর শ্রমিকদের মারধর করা হয়েছে। তবে আনোয়ারুল ইসলাম বলছেন, দু’পক্ষের শ্রমিকরা উত্তেজিত হয়ে একে অন্যকে মারধর করেছেন। দীর্ঘদিন ধরেই এমন সমস্যার সৃষ্টি হচ্ছে। সবাই মিলে এর সমাধান খুঁজতে হবে।

আরও পড়ুন

×