ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

কলমাকান্দা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি, সভাপতি শামীম, সম্পাদক ওবাইদুল

কলমাকান্দা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি, সভাপতি শামীম, সম্পাদক ওবাইদুল

শেখ শামীম ও ওবাইদুল হক

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪ | ১৭:৪২ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ | ১৭:৪৯

নেত্রকোনার কলমাকান্দা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। দৈনিক সমকালের প্রতিনিধি শেখ শামীমকে সভাপতি এবং দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওবাইদুল হক পাঠানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে প্রেসক্লাবে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সব সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

দুই বছর মেয়াদী এ কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. এনামুল হক তালুকদার ( দৈনিক ভোরের কাগজ), সহ-সাধারণ সম্পাদক মো. রিপন মিয়া ( দৈনিক আমাদের নতুন সময়), কোষাধ্যক্ষ মো. জহিরুল ইসলাম মামুন (দৈনিক ডেইলি অবজারভার), দপ্তর সম্পাদক কাজল তালুকদার (দৈনিক ভোরের ডাক) ও আইসিটি  সম্পাদক রীনা হায়াৎ (দৈনিক জনতা)।

নির্বাহী সদস্য পদে রয়েছেন- দৈনিক যুগান্তরের প্রান্ত সাহা বিভাস , দৈনিক আলোকিত ময়মনসিংহের জাহাঙ্গীর আলম মজুমদার, দৈনিক ঢাকার আব্দুল্লাহ আল রোমান ও দৈনিক মানবজমিনের আব্দুর রশিদ।

আরও পড়ুন

×