ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম

ছবি-সমকাল

তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪ | ১৩:৪০ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ | ১৩:৫৪

হিন্দু ধর্মাবলম্বীর ধর্মীয় উৎসব কালীপূজা উপলক্ষে দুইদিন বন্ধ থাকছে চারদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর। 

বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বন্দরটির আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে সমকালকে জানিয়েছেন বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে। 

রেজাউল করিম শাহিন বলেন, কালী পূজা উপলক্ষে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনায় সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এছাড়াও আগামী ৭ নভেম্বর বৃহস্পতিবার ছট পূজা উপলক্ষে এই বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানান তিনি।

বাংলাবন্ধা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, কালীপূজা উদযাপন উপলক্ষে সরকারি ছুটিসহ আগামী ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। 

বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের সাব ইন্সপেক্টর ফিরোজ কবির বলেন, কালীপূজায় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভিসাধারীরা স্বাভাবিক যাতায়াত করতে পারবেন।

আরও পড়ুন

×