আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক নির্বাচন ব্যবস্থা চায় সুজন

ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪ | ২২:১২ | আপডেট: ০৩ নভেম্বর ২০২৪ | ০৮:৪২
আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক নির্বাচন ব্যবস্থা ও এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারার বিধান করার দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। শনিবার চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রমের অংশ হিসেবে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশনের কাছে নানা সুপারিশ তুলে ধরেন সুজন নেতারা।
তারা বলেন, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। তা না হলে কোনো সংস্কার টেকসই হবে না। রাজনৈতিক দলগুলোকে সংস্কারের মাধ্যমে স্বচ্ছ গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী হতে হবে বলে উল্লেখ করেন তারা।
এতে লিখিত বক্তব্য দেন সুজনের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আকতার কবির চৌধুরী। উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান, কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক দিলীপ সরকার প্রমুখ।
সুজনের অন্য সুপারিশের মধ্যে রয়েছে দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সৃষ্টি, সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংস্কার এবং প্রকৃত অর্থে অসাম্প্রদায়িক বৈশিষ্ট্যের সংবিধান করা।
অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সংবিধান সংশোধনের সুযোগ না থাকলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করতে হবে, যাতে যে দলই ক্ষমতায় আসুক, তারা সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণ করে। অন্যান্য দল যেন তাতে সমর্থন দেয়।’
আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক নির্বাচন ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব তুলে ধরে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন নিয়োগ আইন বাতিল করে নতুন আইন করা দরকার। সার্চ কমিটিতে সরকারি ও বিরোধী দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। পুলিশ ও জনপ্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করে রাষ্ট্রের কাছে দায়বদ্ধ করতে হবে।
গণমাধ্যমের ওয়াচ ডগের ভূমিকা পালনের পরিবেশ সৃষ্টি ও নিবর্তনমূলক আইন বাতিলের সুপারিশ করে সুজন।