ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রাবার বুলেটে চোখ হারিয়ে দিশেহারা মেছের আলী

রাবার বুলেটে চোখ হারিয়ে দিশেহারা মেছের আলী

মেছের আলী

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪ | ১৮:৪০ | আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ | ১৮:৪৬

ঢাকার আরগারগাঁও এলাকায় রিকশা চলাতেন মেছের আলী (৫০)। ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন তিনি। এ সময় পুলিশের ছোড়া রাবার বুলেট লাগে তার চোখে ও কপালে। প্রথমে তাকে জাতীয় চক্ষু ইনস্টিটিউটে ভর্তি করান সঙ্গীরা। পরে ইসলামী চক্ষু হাসপাতালে অপারেশন করানো হয়। কিন্তু তারপরও রক্ষা করা যায়নি ডান চোখটি। এখন অভাবের সংসারে চোখ হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। 

মেছের আলীর বাড়ি রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সুখেরবাতি গ্রামে। তিনি বলেন, চিকিৎসকরা বলেছেন, ওই চোখে তিনি আর কখনও দেখতে পারবেন না। তখন থেকেই বাড়িতে শুয়ে বসেই দিন কাটছে তার। এখন তার ঘরে আর চুলা জ্বলে না।  

মেছের আলীর স্ত্রী বাচান বেওয়া বলেন, তিনি ছাড়া আমাদের পরিবারে আর কোনো কর্মক্ষম মানুষ নেই। তার আয়ে চলতো আমাদের পরিবার। চোখ হারিয়ে বাড়িতে বসে আছেন তিনি। আমাদের সংসার আর চলছে না। একটি মেয়ে ছিল, বিয়ে হয়ে গেছে। নেই কোনো ছেলে সন্তান। এমতাবস্থায় কারও কোনো সাহায্য-সহযোগিতা না পেলে না খেয়েই মারা যাবেন তারা। 

চরশৌলমারী ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড সদস্য মো. তুহিন বলেন, ঢাকায় রিকশা চালাতো মেহের আলী। আগষ্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার এক চোখ হারিয়ে ফেলে। এরপর থেকে তার পরিবারে নেমে আসে ঘোর অন্ধকার। নেই তার জায়গা-জমি। অন্যের ভিটায় পরিবার নিয়ে বসবাস করেন মেহের। তাকে সাহায্য-সহযোগিতা করার জন্য একমাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। একটি আবেদন দিতেও বলছিলেন তিনি। 
 
বিষয়টি নিয়ে কথা হয় রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল হকের সঙ্গে। তিনি বলেন, ঘটনাটি মর্মান্তিক। তার লেখা একটি আবেদন পেয়েছেন। যত দ্রুত সম্ভব সাহায্যের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন

×