সিলেটে ট্রেনে কাটা পড়ে রেল কর্মচারীর মৃত্যু

প্রতীকী ছবি
সিলেট ব্যুরো
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪ | ১৯:০৯
সিলেট রেলস্টেশনের পাশেই দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন রেল বিভাগের এক কর্মচারী।
মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে পুলিশের ওসি আব্দুল কদ্দুস।
নিহত সুহেল আহমদ (৩০) সিলেটে রেলওয়ে স্টেশনের ইঞ্জিনিয়ার বিভাগে কর্মচারী ছিলেন। তিনি পরিবার নিয়ে রেলওয়ে কোয়ার্টারে থাকতেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।
সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম জানিয়েছেন স্টেশন থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার এক কিলোমিটারের মাথায় মোমিনখলা এলাকায় ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয়।
লাইনে কাজের জন্য না কি অন্য কারণে সেখানে দাঁড়িয়েছিলেন তা নিশ্চিত নয়। পরে রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
- বিষয় :
- ট্রেনে কেটে মৃত্যু