ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

নীলফামারীতে নদী থেকে শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার

নীলফামারীতে নদী থেকে শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার

প্রতীকী ছবি

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪ | ২২:৪০

নীলফামারীর কিশোরগঞ্জ থেকে লিশাত ইসলাম নামে এক শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার নিতাই ইউনিয়নের চাড়াল কাটা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রব্বানী নামে স্থানীয় এক যুবককে হেফাজতে নিয়েছে পুলিশ।

লিশাত ইসলাম উপজেলার পাকার মাথা সফি মিয়াপাড়া এলাকার মবেদুল হকের ছেলে। তিনি কিশোরগঞ্জ বিএম কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে কয়েকজন ফেরিওয়ালা চাড়াল কাটা নদী পার হয়ে গ্রামের দিকে যাচ্ছিলেন। ওই সময় মরদেহটি ভাসতে দেখেন তারা। পরে স্থানীয়রা পুলিশকে জানান। 

কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, লাশটি নদীতে তিন থেকে চার দিন ছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রব্বানী নামে স্থানীয় একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 

আরও পড়ুন

×