পটুয়াখালীতে আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিএনপিপন্থিদের ক্ষোভ

ফাইল ফটো
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪ | ২০:৫০
পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে আইন কর্মকর্তা (সরকারি কৌঁসুলি) নিয়োগ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আইন কর্মকর্তা নিয়োগ তালিকায় আওয়ামী লীগপন্থি আইনজীবীদের নাম থাকায় এবং দলের ত্যাগী আইনজীবীরা বাদ পড়ায় এ ক্ষোভের সৃষ্টি হয়েছে। বুধবার দুপুরে এ তালিকা প্রকাশ করা হয়।
প্রতিবাদে বিকেলেই বিক্ষোভ করে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এ সময় নবনিযুক্ত কয়েকজন কর্মকর্তার চেম্বারে তালা দেয় বিক্ষোভকারীরা।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মোহাম্মদ মহসিন উদ্দিন বলেন, নিয়োগ বঞ্চিত হয়েছেন বিএনপির ত্যাগী ও পরীক্ষিত আইনজীবীরা। আমরা এ নিয়োগ প্রত্যাখ্যান করেছি।
নবনিযুক্ত পাবলিক প্রসিউকিটর (পিপি) ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উপদেষ্টা মজিবুর রহমান টোটন বলেন, তালিকায় আওয়ামী লীগপন্থি আইনজীবীদের নাম থাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সুপ্রিম কোর্টের সলিসিটর অনু বিভাগ (জিপি-পিপি শাখা) থেকে ৭৮ জন আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে পিপি, অতিরিক্ত পিপি ও সহকারী পিপি ৪৬ জন এবং জিপি, অতিরিক্ত জিপি ও সহকারী জিপি ৩২ জন রয়েছে।
উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত পটুয়াখালী জেলা ম্যাজিস্ট্রেটকে দেওয়া এক চিঠি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
- বিষয় :
- ক্ষোভ
- বিএনপিপন্থী আইনজীবী