বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী আলজেরিয়া

শনিবার সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সায়দানি। ছবি: সমকাল
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪ | ২০:৩৬
বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সায়দানি জানিয়েছেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে আগ্রহী। সম্প্রতি বাংলাদেশ সরকারের সঙ্গে আলজেরিয়া সরকারের কয়েকটি বাণিজ্য চুক্তি সই হয়েছে। শনিবার সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান।
রাষ্ট্রদূত বলেন, দুই দেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের স্বল্প সময়ে ভিসা দেবে আলজেরিয়া।
তিনি বলেন, আলজেরিয়াতে প্রচুর খেঁজুর উৎপন্ন হয়। আগামী রমজান মাসে বাংলাদেশ আলজেরিয়া থেকে স্বল্পমূল্যে খেঁজুর আমদানি করতে পারে। আলজেরিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপসহ উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করছে বলেও জানান রাষ্ট্রদূত।
সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ হাসান ফেরদৌসের সভাপতিত্বে সভায় সিলেটে বিনিয়োগের সম্ভাবনাময় খাত নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফজলে এলাহী মো. ফয়সাল। বক্তব্য দেন নর্থইস্ট বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শামীম আল আজিজ লেলিন, সিনিয়র সাংবাদিক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট চেম্বারের পরিচালক ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), ফাহিম আহমদ চৌধুরী, মোহাম্মদ মাহদী সালেহীন, সাংবাদিক সিরাজুল ইসলাম প্রমুখ।