ঝালকাঠিতে শাহজাহান ওমরের গাড়ি ভাঙচুর, থানা ঘেরাও

হামলার শিকার হওয়ার পর রাজাপুর থানায় আশ্রয় নেন শাহজাহান ওমর। ছবি কোলাজ: সমকাল
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪ | ১২:৪৬ | আপডেট: ২১ নভেম্বর ২০২৪ | ১৩:০৮
ঝালকাঠি-১ (রাজাপুর কাঠালিয়া) আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে রাজাপুরের বাড়িতে ফেরার পথে পেংরি নামক স্থানে তার গাড়িতে হামলা হয়।
হামলার শিকার হওয়ার পর রাজাপুর থানায় আশ্রয় নেন শাহজাহান ওমর। এ খবর পেয়ে থানা ঘেরাও করে উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
এই বিষয়ে কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে পেংরি এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, পেংরি এলাকায় ঢুকলে শাহজাহান ওমরের গাড়ির গতিরোধ করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এরপর তার গাড়ি ভাঙচুর করা হয়। একপর্যায়ে তাকে গালাগাল করে গাড়ি থেকে নামানোর চেষ্টা বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এ সময় তিনি কিছুটা আঘাতপ্রাপ্ত হন। পরিস্থিতি বেগতিক থেকে গাড়িচালক রাজাপুর থানার উদ্দেশে দ্রুত স্থল ত্যাগ করেন।
জানা গেছে, রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির নেতাকর্মীরা এখনো অবস্থান করছেন। এ ঘটনা নিয়ে রাজাপুরের চরম উত্তেজনা বিরাজ করছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন গণমাধ্যমকে জানান, থানার বাইরে অবস্থান নেওয়া বিএনপির নেতা-কর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে। থানার ভেতরে শাহজাহান ওমর আছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি গত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এমপি হন। তার এই পরিবর্তনের পর থেকে বিএনপির সঙ্গে সম্পর্কের অবনতি হয়।
- বিষয় :
- ঝালকাঠি
- গাড়িবহরে হামলা
- গাড়ি ভাঙচুর
- বিএনপি