রাস্তায় দেয়াল, অপসারণ ঠেকাতে মামলায় হয়রানি

রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়ি এলাকায় রাস্তায় দেয়াল নির্মাণ। দুর্ভোগে এলাকাবাসী- সমকাল
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪ | ১২:১৩ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ | ১২:২৩
রাস্তা ঘেঁষে দেয়াল তুলেছেন এক ব্যক্তি। মাঝখানে তুলেছেন অন্যজন। এতে সরু রাস্তা দিয়ে চলাচল করা লোকজন দুর্ভোগে পড়েছেন। ঘটনাটি রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়ি এলাকায়। দেয়াল দুটি অপসারণের দাবিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসকের কাছে আবেদন করলে উল্টো মামলা করেছেন অভিযুক্তরা।
জানা গেছে, রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দবাড়ির শহীদ ছালেহ আহমদ সড়ক থেকে পশ্চিমমুখী ইটের রাস্তা দিয়ে মৌলভী ছাবের আহমদবাড়ি যাতায়াতের আরেকটি রাস্তা রয়েছে। ওই রাস্তা দিয়ে ৪০ থেকে ৫০ বছর ধরে এলাকার লোকজন চলাচল করছিলেন। রাস্তার দক্ষিণ পাশের জায়গার মালিক আবুল কালাম আজাদ ওরফে কামাল ও তাঁর ভাইদের পরিবার। উত্তর পাশের জমির মালিক সফিউল আলম ও তাঁর ভাইয়েরা। প্রায় ১০-১২ বছর আগে জোর করে রাস্তার উত্তর পাশে দেয়াল নির্মাণ করেন সফিউল আলম। কিছুদিন পর রাস্তার দক্ষিণ পাশে দেয়াল নির্মাণ করে কামাল গং। দুটি দেয়াল নির্মাণ করায় চলাচলে দুর্ভোগ তৈরি হয়। বছরের পর বছর এলাকার লোকজন রাস্তাটি দখলমুক্ত করার চেষ্টা করলেও সম্ভব হয়নি। ভুক্তভোগী লোকজন প্রতিকার চেয়ে গত ২৩ সেপ্টেম্বর রাঙ্গুনিয়া পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইনের কাছে আবেদন করেন। পরে ২৪ অক্টোবর রাঙ্গুনিয়া পৌরসভার সার্ভেয়ার তীর্থবাসি নাথ তদন্ত করে প্রতিবেদন পাঠান। এর পর ৫ নভেম্বর ওই এলাকায় যান রাঙ্গুনিয়া পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন। সরেজমিন দেখে উভয় পক্ষের উপস্থিতিতে শুনানির সিদ্ধান্ত নেন তিনি।
এর মধ্যে অভিযুক্ত ব্যক্তিরা দেয়াল উচ্ছেদ ঠেকাতে নানা ফন্দি-ফিকির শুরু করেন। ভুক্তভোগী লোকজনকে ঘায়েল করতে ৪ নভেম্বর চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে নারী ও বয়স্ক ব্যক্তিসহ ৬ জনকে বিবাদী করে মামলা করেন তারা। মামলার তারিখ ১ নভেম্বর দেখালেও সেদিন এলাকায় কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয়রা।
ভুক্তভোগী মো. নাসের ও জেসমিন আকতার জানান, রাস্তাটি বড় করতে পৌর প্রশাসকের কাছে আবেদন করার কারণে উল্টো মামলা দিয়েছে। দেয়াল অপসারণ ঠেকাতে নানা কূটকৌশল করছেন অভিযুক্তরা।
রাস্তায় দেয়াল নির্মাণের বিষয়ে আবুল কালাম আজাদ বলেন, ‘আমাদের জায়গায় দেয়াল তুলেছি, কারও জায়গায় তুলিনি।’
এ বিষয়ে রাঙ্গুনিয়ার পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইনের ভাষ্য, ভুক্তভোগীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সরেজমিন পরিদর্শন করেছেন তিনি। উভয় পক্ষকে নিয়ে শুনানিতে বসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- রাঙ্গুনিয়া
- চট্টগ্রাম
- অপসারণ
- মামলা
- হয়রানি