ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

নাটোরে রেললাইনে ফাটল, ট্রেন চলাচলে ধীরগতি 

নাটোরে রেললাইনে ফাটল, ট্রেন চলাচলে ধীরগতি 

ফেটে যাওয়া রেললাইন। ছবি-সমকাল

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪ | ১১:৫৭ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ | ১২:১৬

নাটোরের লালপুরে রেললাইনে আকস্মিক ফাটল দেখা দিয়েছে। এতে ওই লাইন দিয়ে ধীরগতিতে চলাচল করছে ট্রেন। 

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশন হতে আব্দুলপুর জংশনের মধ্যবর্তী আপ লাইনে এ ফাটল দেখা যায়।

আজিমনগর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে সমকালকে বলেন, সকালে আজিমনগর রেলওয়ে স্টেশন হতে আব্দুলপুর জংশনের মধ্যবর্তী নর্থ বেঙ্গল সুগার মিলের বিহারি পাড়া গেট হতে প্রায় ১০০ মিটার দূরে আপ লাইনে ফাটল দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয়। পরে বিষয়টি রেলপথ মেরামত কর্মীদের জানালে তারা মেরামতের কাজ শুরু করেছে। ফাটলের কারণে রাজশাহী অভিমুখী ট্রেন গুলো ধীরগতিতে ঘটনাস্থল অতিক্রম করছে।

স্টেশন মাস্টার আরও বলেন, অতিরিক্ত লোডের কারণে লোহার পাতি ফেটে প্রায় ১ ইঞ্চি ফাঁকা হয়ে গেছে। মেরামতের কাজ চলমান। ট্রেন চলাচল স্বাভাবিক আছে। কিছু সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ হবে।

আরও পড়ুন

×