স্কুলছাত্রীকে হত্যাকাণ্ডের স্বীকারোক্তি কিশোরের

পীরগঞ্জ থানা। ফাইল ছবি
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪ | ২০:৩০
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর স্কুলছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় এক কিশোর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে সে। পীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী এ তথ্য জানান।
থানার ওসি তাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করে পুলিশ। বিভিন্ন তথ্যের ভিত্তিতে শুক্রবার স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্র এবং কোষাডাঙ্গীপাড়ার হুসেন আলীকে আটক করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে শিশুকে হত্যার কথা স্বীকার করে ওই কিশোর। সে শুক্রবার ঠাকুরগাঁও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তি দিয়েছে।
ওই কিশোর জানায়, গত ২৩ নভেম্বর বিকেলে শিশুটির মাথায় লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে মরদেহ পাশের আখ ক্ষেতে ফেলে রাখে। কিশোরের বাড়ি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায়। সে পীরগঞ্জে নানার বাড়িতে থেকে লেখাপড়া করত। এ ঘটনায় আটক হুসেন আলীকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ।
উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামের বেলাল হোসেনের মেয়ে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী লাবণ্য আকতার গত ২৩ নভেম্বর থেকে নিখোঁজ ছিল। বৃহস্পতিবার বাড়ির পাশের আখ ক্ষেতে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তার বাবা ঘটনাস্থলে গিয়ে মেয়েকে শনাক্ত করেন। রাতেই মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।