চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের সামনে নিরাপত্তা

চট্টগ্রামে ভারতীয় সহকারি হাইকমিশন ও ভিসা আবেদন কেন্দ্রের সামনে কড়া নিরাপত্তা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪ | ১৭:০১ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ | ১৭:১৮
ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনার পর চট্টগ্রামে ভারতীয় সহকারি হাইকমিশন ও ভিসা আবেদন কেন্দ্রের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার থেকে নিরাপত্তা জোরদার করা হয়।
মঙ্গলবার দিনভর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। দুপুরে নগরের খুলশী থানার জাকির হোসেন রোডে ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা যায়। এ সময় সতর্ক অবস্থায় ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া নগরের পূর্ব নাসিরাবাদে সিডিএ অ্যাভিনিউয়ের সিটি সেন্টারে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের সামনেও মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ। পাশাপাশি এপিবিএনের সদস্যরাও দায়িত্বরত ছিল।
এর আগে সোমবার রাতে পুলিশের পাশাপাশি র্যাব ও সেনাবাহিনীর উপস্থিতিও ছিল এখানে। মঙ্গলবার দুপুর ১টার দিকে ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে নগর পুলিশের সহকারী কমিশনার মঈনুর রহমান বলেন, ‘কোনো ধরনের হুমকি নেই। তবুও যেকোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’
সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনার প্রতিবাদে নগরের ষোলশহর স্টেশনে প্রতিবাদ সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে বক্তারা বলেন, জুলাই-আগস্টের অভ্যুত্থানকে নস্যাৎ করতে ষড়যন্ত্র হচ্ছে। ভারতীয় দালাল কিছু সংগঠন উসকানি দিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। ছাত্র-জনতা এ ষড়যন্ত্র রুখে দেবে।
এর আগে একই দিন সকালে বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়া ও রাজনীতিকদের বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে গণজমায়েত ও বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এসব কর্মসূচিকে ঘিরে চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে নিরাপত্তা জোরদার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
- বিষয় :
- হাইকমিশনার
- ভারতীয় হাইকমিশন
- নিরাপত্তা
- চট্টগ্রাম