রোকেয়া দিবসে জয়িতা সংবর্ধনা পেলেন পাঁচ নারী

রোকেয়া দিবসে পাঁচ নারীকে সোমবার জয়িতা সংবর্ধনা দিয়েছে মির্জাপুর উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর ও প্রশাসন সমকাল
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪ | ০১:১৪
মির্জাপুরে রোকেয়া দিবসে পাঁচ নারীকে জয়িতা সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার মহিলাবিষয়ক অধিদপ্তর ও প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়। পাঁচ খাতে বিশেষ অবদানের জন্য এ সংবর্ধনা দেওয়া হয়েছে।
পাঁচ নারী হলেন– অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী উপজেলার ডোকলাহাটি গ্রামের রুনা আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে গোড়াই নাজিরপাড়া গ্রামের কবিতা রায়, সফল জননী বাগজান গ্রামের রীনা রায়, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা শুকতা গ্রামের সুফিয়া বেগম এবং সমাজ উন্নয়নে অবদান রাখা কালামজারী গ্রামের শাহানাজ বেগম।
এর আগে এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম আরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন থানার ওসি মো. মোশারফ হোসেন, কৃষি কর্মকর্তা মাহামুদা খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকার, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা প্রমুখ।
- বিষয় :
- রোকেয়া