ওমানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে বাংলাদেশি নিহত

মোহাম্মদ নুরুল আলম প্রকাশ পেয়ারু। ছবি: সংগৃহীত
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪ | ১৭:৩৯
ওমানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার ওমানের বারকা শহরের নাখাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মোহাম্মদ নুরুল আলম প্রকাশ পেয়ারু (৩৯)। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের আবিদপাড়া এলাকার বাসিন্দা আলী আহমদের ছেলে।
ওমানপ্রবাসী মো. সফিউল আলম জানান, স্থানীয় সময় সকাল ৮টা থেকে ৯টার দিকে নির্মাণাধীন ভবন থেকে পড়ে পেয়ারুর মৃত্যু হয়েছে।
নিহতের ছেলে মো. সিফাত জানান, তার বাবা দীর্ঘদিন দুবাইতে ছিলেন। দুই বছর আগে তিনি ওমানে যান। সকালে বাবার সঙ্গে কাজ করা এক ব্যক্তি মোবাইলে ফোনে তাকে এ মৃত্যুর খবর দেন।
তিনি আরও জানান, কেউ বলছেন নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিল্ডিংয়ের ওপর থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।
- বিষয় :
- ওমান
- শ্রমিক নিহত
- চট্টগ্রাম