চট্টগ্রামে চেক প্রতারণা মামলায় পত্রিকার সম্পাদক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪ | ২০:৪৯
চট্টগ্রামে চেক প্রতারণা মামলায় কবির হোসেন সিদ্দিকী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে নগরের বিআরটিসি ফলমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সাঙ্গু নামে একটি দৈনিকের সম্পাদক। তার বিরুদ্ধে চারটি চেক প্রতারণা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ বলেন, ‘এনআই অ্যাক্টের মামলায় কবির হোসেন সিদ্দিকীর বিরুদ্ধে চারটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পরোয়ানা আদেশ আসার পর অভিযান চালিয়ে তাকে ফলমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
গত ২১ নভেম্বর নগরের মোমিন রোডের কদম মোবারক এলাকায় খেলাপি ঋণ আদায়ে অবস্থান কর্মসূচি পালন করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক চকবাজার শাখার কর্মকর্তারা।
ব্যাংকটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের সাবেক চেয়ারম্যানের সহায়তায় চকবাজার শাখা থেকে সাড়ে ৭ কোটি টাকা ঋণ নেন দৈনিক সাঙ্গুর সম্পাদক কবির হোসেন সিদ্দিকী। বর্তমানে তা মুনাফা-আসলে ১৭ কোটি টাকায় দাঁড়িয়েছে। ঋণ পরিশোধের জন্য ব্যাংকটির পক্ষ থেকে লিগ্যাল নোটিশ, শারীরিকভাবে গিয়ে এবং টেলিফোনে একাধিকবার তাগাদা দিলেও তিনি কোনো উদ্যোগ গ্রহণ করেননি। পরে ব্যাংকের পক্ষ থেকে চেক প্রতারণার অভিযোগে চারটি মামলা করা হয়। এসব মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে তার বিরুদ্ধে।