ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সিরাজগঞ্জে ১০ বাড়ি আগুনে পুড়ে ছাই

সিরাজগঞ্জে ১০ বাড়ি আগুনে পুড়ে ছাই

ছবি- উল্লাপাড়ায় পুড়ে যাওয়া ঘরবাড়ি

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪ | ১২:৫৫ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ | ১৩:১৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আগুনের ঘটনায় দশটি বাড়ি পুড়ে গেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার এনায়েতপুরের আদর্শগ্রামে এ ঘটনা ঘটে। পরে গ্রামবাসীর সহযোগিতায় প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে হঠাৎ মালা খাতুনের বাড়িতে আগুন লাগে। পরে আগুন পার্শ্ববর্তী নুরাল প্রামনিক, আনজানি খাতুন, রহিমা খাতুন, সবুজ মিয়া, জয়নাল আলী, আব্দুস সাত্তার, খুকি খাতুন ও বালা খাতুনের বাড়িতেও ছড়িয়ে পড়ে। আদর্শগ্রামের এই ঘর-বাড়ি গুলো সরকার থেকে নির্মাণ করে ভূমিহীনদের দেওয়া হয়েছিল। 

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিবারগুলোকে খাবার এবং কম্বল প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আদর্শগ্রামের এসব বাড়ি সরকার থেকে করে দেওয়া হয়েছিল। পুড়ে যাওয়া বাড়ি নতুন করে তৈরি করে দেওয়ার বিষয়ে তিনি সিরাজগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আবেদন জানাবেন।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম জানান, স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় তারা প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। পুড়ে যাওয়া পরিবারগুলো তাদের ঘর থেকে কিছুই রক্ষা করতে পারেননি।

অগ্নিকাণ্ডের পর উল্লাপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব আজাদ হোসেন, উপজেলা জামায়াতের আমীর শাজাহান আলী এবং সাবেক ডিআইজি খান সাইদ হাসান ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুন

×