ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় ৬ আনসার সদস্যসহ আহত ৭

মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় ৬ আনসার সদস্যসহ আহত ৭

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২০ | ০১:১০ | আপডেট: ১৭ জুন ২০২০ | ০১:২৩

খাগড়াছড়ির মানিকছড়িতে আনসার বাহিনীর জিপ নিয়ন্ত্রণ হারিয়ে ৬ আনসার সদস্যসহ ৭ জন আহত হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার তিনটহরী গুচ্ছগ্রাম এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে তিনটহরী আনসার ক্যাম্প থেকে লক্ষীছড়ির উদ্দেশে ছেড়ে আসা পিক-আপ তিনটহরী গুচ্ছগ্রাম এলাকায় পৌঁছলে গাড়ির চাকা ফেটে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে  একজন পথচারীসহ ৭ আনসার সদস্য আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের মানিকছড়ি হাসপাতালে নেওয়া হয়।

আহতরা হলেন- পথচারী মো. জাহাঙ্গীর (২০), আনসার সদস্য হাবিলদার সমীর পাল (৪৮), মো. সেলিম (৩৫), মো. কাউচার (৩৮), মো. মেহেদী হাসান (৩০), মো. জাহেদুল (৪০) ও ড্রাইভার মো. বাবুল (৩৬)।

মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসনাত মোহাম্মদ মেজবা জানান, আহতদের হাসপাতলে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। পর্যবেক্ষন শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×