হিসাবরক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে ছাত্রী অপহরণের অভিযোগ

প্রতীকী ছবি
হাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদদাতা
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪ | ১৬:২৭
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলামের বিরুদ্ধে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনিসহ সাতজনের বিরুদ্ধে গত ২৭ নভেম্বর থানায় অভিযোগ দিয়েছেন ছাত্রীর বাবা।
এর আগে গত ২৬ নভেম্বর রাতে উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন থেকে ভুক্তভোগী ছাত্রী অপহরণের শিকার হন বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন। যদিও সিরাজুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করেছেন।
থানায় দেওয়া অভিযোগে ছাত্রীর বাবা জানিয়েছেন, হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলামসহ অন্যরা তাঁর মেয়েকে অপহরণ করে মাইক্রোবাসে করে নিয়ে যায়। তাঁর মেয়েকে দালালপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে রুহুল আমিন বিয়ের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় তারাসহ অন্য আসামিরা তাকে অপহরণ করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও কলেজছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
কলেজছাত্রীর বাবার ভাষ্য, ‘হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলামের হুকুমে আমার মেয়েকে অপহরণ করা হয়েছে। তিনি যদি মনে করেন, তাহলে আমার মেয়েকে ১০ মিনিটের মধ্যে বের করে দিতে পারবেন।’
স্থানীয় ইউপি সদস্য বলেন, মেয়েটিকে অপহরণের প্রায় ২৭ দিন অতিবাহিত হচ্ছে। এখানে একজন সরকারি কর্মকর্তা জড়িত। কিন্তু পরিবার মেয়েকে খুঁজে পাচ্ছে না।
অভিযোগ অস্বীকার করে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ‘ছাত্রীর বাবা অহেতুক আমাকে দোষারোপ করছেন। এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই। আমাকে হয়রানি করতে থানায় মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।’
কলেজছাত্রীকে উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে জানিয়ে হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন-নবী বলেন, পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। সেই সঙ্গে হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলামকেও অফিসে পাওয়া যাচ্ছে না। সব আসামি পলাতক।
- বিষয় :
- লালমনিরহাট
- কলেজছাত্রী
- অপহরণ