নোয়াখালীতে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত

নোয়াখালীতে "সবার জন্য স্বাস্থ্য সুরক্ষা" বিষয়ক এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪ | ১৮:৫৮ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ | ১৯:৫২
নোয়াখালীতে বেসরকারি সংস্থা এনআরডিএস এবং এসডিজি অ্যাকশন এলায়েন্স বাংলাদেশের যৌথ উদ্যোগে 'সবার জন্য স্বাস্থ্য সুরক্ষা' বিষয়ক এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে মাইজদী'র মাস্টারপাড়ার এনআরডিএস সেন্টারের হলরুমে অনুষ্ঠিত এই সংলাপে অংশগ্রহণকারীরা স্বতঃস্ফূর্তভাবে স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
সভায় স্বাস্থ্যসেবার বর্তমান অবস্থা, সুযোগ, চ্যালেঞ্জ ও উত্তরণের বিষয়ে আলোকপাত করা হয়। স্বাস্থ্য ব্যবস্থার বিদ্যমান সুযোগ-সুবিধাগুলো কীভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া যায় সে বিষয়েও আলোচনা করা হয়।
গান্ধী আশ্রমের কর্মকর্তা দীপিকা কুন্ডু বলেন, দুই মাস আগে আমার স্বামী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, সেখানে চিকিৎসক না থাকায় পরে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানেও অবহেলার স্বীকার হয়ে তাদের প্রাইভেট হাসপাতালের স্মরণাপন্ন হতে হয়। সেখানেও অভিজ্ঞ চিকিৎসক না থাকায় আমার স্বামীর মৃত্যু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, বিশেষ অতিথি ছিলেন ড. নুরুল আলম মাসুদ এবং বেসরকারি সংস্থা বন্ধনের নির্বাহী পরিচালক আমিনুজ্জামান মিলন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনআরডিএসের নির্বাহী পরিচালক আব্দুল আউয়াল।
- বিষয় :
- নোয়াখালী
- স্বাস্থ্য সুরক্ষা