ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রাস্তার ওপর পড়ে ছিল অটোরিকশা চালকের লাশ

রাস্তার ওপর পড়ে ছিল অটোরিকশা চালকের লাশ

প্রতীকী ছবি

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪ | ১৩:১২

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মো. বিল্লাল মিয়া (৬০) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার লালপুর ইউনিয়নের বায়েক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বিল্লাল উপজেলার আড়াইসিধা গ্রামের মৃত আঃ জব্বার মিয়ার ছেলে। তিনি আড়াইসধা ইউনিয়ন রিকশা শ্রমিক ইউনিয়ের সভাপতি ছিলেন।

বিল্লালের বড়ভাই রহমতউল্লাহ জানান, রোববার বিকেলে রিকশা নিয়ে বের হন বিল্লাল। এরপর থেকে পরিবারের লোকজনের সঙ্গে তার যোগাযোগ ছিল না। তবে রাত ১২টা পর্যন্ত স্থানীয় লোকজন তাকে রিকশা চালাতে দেখেছেন।

একটি সূত্র সমকালকে জানায়, রোববার রাতে উপজেলার যাত্রাপুর গ্রামে মেলা হচ্ছিল। যাত্রীর আশায় হয়তো তিনি মেলায় ছিলেন। সেখান থেকে যাত্রীবেশে ছিনতাইকারীরা তার রিকশায় ওঠে এবং নির্জন স্থানে নিয়ে হত্যা করে রিকশা নিয়ে পালিয়ে যায়।

সোমবার সকালে স্থানীয় লোকজন উপজেলার লালপুর ইউনিয়নের বায়েক এলাকার রাস্তার ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে নিহতের স্বজনেরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেয়।

আশুগঞ্জ থানার ওসি সজল কান্তি দাশ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তিনি বলেন, নিহত বিল্লালের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×