ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

প্রতিবন্ধী কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রতিবন্ধী কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

ছবি: প্রতীকী

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪ | ১৮:৫৩

গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের তরুণ গ্রামে বাক্ ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নামে থানায় মামলা হয়েছে। প্রধান আসামি মো. সিয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, কড়িহাতা ইউনিয়নের একটি গ্রামে ছায়া নীড় সেবাকেন্দ্র নামে একটি দাতব্য প্রতিষ্ঠান রয়েছে। এখানে দীর্ঘদিন ধরে বয়স্ক নারী-পুরুষ ও প্রতিবন্ধী শিশু-কিশোরদের ভরণপোষণ করা হচ্ছে। এখানে প্রায় এক বছর আগে আশ্রয় পায় ময়মনসিংহের এক বাক্ ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী। গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় ভাত রান্নার সময় ওই কিশোরীকে ডেকে সেবাকেন্দ্রের বাইরে নিয়ে যায় তরুণ গ্রামের মো. সিয়াম। সেখানে লুকিয়ে থাকা একই গ্রামের খোকন মিয়া ও মো. জাহাঙ্গীর মিলে কিশোরীকে তুলে নিয়ে যায়। পরে সিয়ামের বাড়ির সামনে জঙ্গলে একটি পরিত্যক্ত মাটির ঘরে আটকে রেখে ধর্ষণ করে ওই তিন যুবক। পরে ১৪ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে ওই গ্রামের কাজল মিয়ার বাড়ি থেকে তাকে উদ্ধার করে সেবাকেন্দ্রে নিয়ে গেলে পরিচালককে ঘটনা জানায়। বুধবার রাতে তিন যুবকের বিরুদ্ধে কাপাসিয়া থানায় মামলা করেন সেবাকেন্দ্রের পরিচালক।

অভিযোগ রয়েছে, মীমাংসার কথা বলে ঘটনা ধামাচাপা দিতে কালক্ষেপণ করছেন কড়িহাতা ইউপি সদস্য মজিবুর রহমান ও আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন।

তবে মজিবুর রহমান জানান, আগে থেকে এ ঘটনার বিষয়ে তিনি কিছুই জানতেন না। দুই দিন আগে সিয়ামকে আটক করলে বিল্লাল হোসেন তাঁকে ঘটনাস্থলে নিয়ে যান। এ সময় তিনি সেবাকেন্দ্রের পরিচালককে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।

কাপাসিয়া থানার ওসি কামাল হোসেন বলেন, প্রধান আসামি সিয়ামকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী কিশোরীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×