খালে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

ছবি: প্রতীকী
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪ | ১৯:১৪
কিশোরগঞ্জের কটিয়াদীতে খালে পাওয়া গেছে মো. আব্দুল্লাহ (৩) নামের নিখোঁজ এক শিশুর মরদেহ। শুক্রবার সকালে উপজেলার করগাঁও ইউনিয়নের কাঠুরদিয়া গ্রামে পাওয়া যায় তার মরদেহ। সোমবার থেকে তার খোঁজ পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। তাদের ভাষ্য, অপহরণকারীরা আব্দুল্লাহর খোঁজ দেওয়ার নাম করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তার চাচা-চাচির কাছ থেকে ৩২ হাজার টাকা নিয়েছে।
নিহত আব্দুল্লাহ কাঠুরদিয়া গ্রামের মো. এনার মিয়ার একমাত্র ছেলে। এনারের শ্যালক মো. শফিক ভূঁইয়ার ভাষ্য, তাঁর ভাগনে আব্দুল্লাহ সোমবার বাড়ির সামনে খেলার সময় নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে কটিয়াদী মডেল থানায় জানানো হয়। এরই মধ্যে অপহরণের কথা জানিয়ে এক ব্যক্তি শিশুর চাচা ও চাচির নাম্বারে কল করে। তাদের দাবি অনুযায়ী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩২ হাজার টাকাও নেয়। এ বিষয়ে তারা র্যা ব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ কোম্পানি কমান্ডারের কাছেও অভিযোগ দেন।
শফিক বলেন, এরই মধ্যে শুক্রবার সকালে বাড়ির সামনের খালে অর্ধগলিত অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ মর্গে পাঠায়।
কটিয়াদী মডেল থানার এসআই ফকরুল ইসলামের ধারণা, ফেসবুকে শিশুটির সন্ধান চেয়ে পরিবারের সদস্যরা মোবাইল নাম্বারসহ পোস্ট দেন। এর সূত্র ধরে প্রতারকরা টাকা নিতে পারে। পানিতে পড়ে শিশুটি মারা যেতে পারে। তার বাবা এনার মিয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রতিবেদনের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- মরদেহ
- শিশুর মৃত্যু