ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

অন্তর্বর্তী সরকার খুবই দুর্বল: কর্নেল অলি

অন্তর্বর্তী সরকার খুবই দুর্বল: কর্নেল অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪ | ২১:১১ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ | ২১:৫০

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, অন্তর্বর্তী সরকার খুবই দুর্বল। তাদের গার্ডস ও পার্টস দুটিরই অভাব রয়েছে। সম্প্রতি সচিবালয়ে আগুন, নারায়ণগঞ্জে হত্যাকাণ্ড ও দেশের বিভিন্ন জায়গায় গুপ্তহত্যা শুরু হয়েছে। বিভিন্ন স্থানে হাসিনাপন্থিরা এখনও বহাল থাকায় তারা বিদেশি সাহায্য নিয়ে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে। আমার ধারণা, তা আরও তিন থেকে চার মাস থাকতে পারে।

শুক্রবার রাতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়ন এলডিপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। কর্নেল অলি আরও বলেন, প্রশাসন এখনও জনগণের প্রশাসন হয়নি। এ প্রশাসন এখনও হাসিনার। এ থেকে বের হওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে একাধিকবার বলেছি, দয়া করে এই মুনাফেকদের কাছ থেকে বের হন। যারা জনগণকে কষ্ট দিয়েছে ও হাসিনার পদলেহন করেছে, তাদের হাত থেকে দেশকে বের করেন। কী কারণে জানি না তিনি ওদের শিকলে আবদ্ধ।

চর খাগরিয়া খাদিম আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইউনিয়ন এলডিপির সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আমিরুজ্জামানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি এম এয়াকুব আলী, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক এম এ জাফর, সাংগঠনিক সম্পাদক মনসুর আলম, উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, চন্দনাইশ পৌরসভার সভাপতি আইনুল কবির প্রমুখ।

সম্মেলন শেষে জাফর আলমকে সভাপতি ও মুহাম্মদ আমিরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট খাগরিয়া ইউনিয়ন এলডিপির কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন

×