ফরিদপুর প্রেস ক্লাবের নতুন সভাপতি কবির, সাধারণ সম্পাদক পিয়াল

কবিরুল ইসলাম সিদ্দিকী ও মাহাবুব হোসেন পিয়াল
ফরিদপুর অফিস
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪ | ২২:২২ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ | ২২:২৩
ফরিদপুর প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন কবিরুল ইসলাম সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাহাবুব হোসেন পিয়াল।
শনিবার বিকেল ৫টার দিকে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এম এ সালাম।
এর আগে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে দুপুর ১টায় শেষ হয়। এতে ৯৩ জন সদস্যের মধ্যে ৮৭ জন ভোট প্রদান করেন।
নির্বাচন কমিশন জানায়, এ নির্বাচনে ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক নাগরিক বার্তার সম্পাদক ও প্রকাশক কবিরুল ইসলাম সিদ্দিকী এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী যমুনা টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম হিমেল পেয়েছেন ২৪ ভোট।
- বিষয় :
- ফরিদপুর
- প্রেস ক্লাব