ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বানরের পিছু নিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

বানরের পিছু নিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

প্রতীকী ছবি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪ | ১৭:৪৬

টাঙ্গাইলের মির্জাপুরে বানরের পিছু নিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছে ইয়াসিন (১২) নামে এক মাদ্রাসাছাত্র। রোববার সন্ধ্যায় উপজেলার গোড়াই সৈয়দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তার পরিবারের সদস্যরা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।

নিহত ইয়াসিন রংপুরের কাউনিয়া উপজেলার প্রানাচর গ্রামের এরশাদ মিয়ার ছেলে। 

পুলিশ জানায়, বিকেলে একটি বানর এলাকায় দুলাল খানের চারতলা ভবনের ছাদে ওঠে। ইয়াসিনসহ কয়েকজন শিশু তার পিছু নিয়ে ছাদে উঠে পড়ে।
এ সময় ছাদের ওপর দিয়ে চলে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শ লেগে ঘটনাস্থলেই ইয়াসিন মারা যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে তার লাশ উদ্ধার করে। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে যায়।

দেওহাটা পুলিশ ফঁড়ির উপপরিদর্শক (এসআই) সাহাদত হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×